Air hostess by Debashis Majumdar
MP3•Episodio en casa
Manage episode 312818471 series 3247325
Contenido proporcionado por KOBITA DEBASHIS MAJUMDAR. Todo el contenido del podcast, incluidos episodios, gráficos y descripciones de podcast, lo carga y proporciona directamente KOBITA DEBASHIS MAJUMDAR o su socio de plataforma de podcast. Si cree que alguien está utilizando su trabajo protegido por derechos de autor sin su permiso, puede seguir el proceso descrito aquí https://es.player.fm/legal.
ভদ্রতা মুখে লেগে প্রলেপের মত দমবন্ধ কখনো কি লাগে না রে মেয়ে? কখনো কি মনে হয় কাঁদলে ভাল হতো, বিষাদ যখন ফেলে মন কুরে খেয়ে? রোজ রোজ অনন্ত জনতা আসে, বসে, সেবা নেয়, নেমে চলে যায় আবার উড়ান এক নতুন আকাশে মাপা হাসি মেখে দেখা কে ঠিক কি চায়। হাসিমুখ দেখে কেউ সীমা ছাড়ায় কখনো আব্দারে অবুঝ হয়ে তোলে নানা দাবী তোরা কি যন্ত্র না কি, নেই বুঝি মনও সেই হাসি হাসি মুখে নিয়ম বোঝাবি। এছাড়া উপরি পাওয়া পুরুষের চোখ গায়ে পড়ে ভাব করা, যদি ছোঁয়া যায় যথারীতি মনে মনে চলে মাপজোক কখনো গণ্ডিপারে বিপদও ঘটায়। রাতের নোঙর ফেলা অজানা শহরে এক ছোটো স্যুটকেসে সংসার রাখা কতদিন পর পর ফিরিস রে ঘরে? ভালো লাগে ভিড়ে এই একা বেঁচে থাকা? ভোর থেকে রাত তক হাসি হাসি মুখ কখনো বিষণ্ণ হাসি কান্নার চেয়ে অন্যের সুখে হয় খুঁজে নিতে সুখ ঠিক বল, দমবন্ধ লাগে না রে মেয়ে ?
…
continue reading
20 episodios