ফিশিং (Phishing) কি? অনলাইনে ফিশিং সাইট থেকে বাঁচার উপায়
Manage episode 335913493 series 3242291
বর্তমান সময়ে প্রযুক্তি ও ইন্টারনেট এর সঠিক ব্যবহার করে একটি দেশ, একটি জাতি যেমন উন্নতির শিখরে আহরণ করছে আবার এই প্রযুক্তির অপব্যবহার করে কিছু মানুষ আশেপাশের মানুষের পার্সোনাল অনেক কিছু হাতিয়ে নিচ্ছে। ইন্টারনেটে প্রতিদিন অনেক রকমের স্ক্যাম বা হ্যাকিং পদ্ধতি আবিস্কার হচ্ছে। তার মধ্যে সবচেয়ে কার্যকারী এবং পুরাতন টেকনিক হচ্ছে ফিশিং লিঙ্ক। আর আজকের পডকাস্টে আমি মূলত ফিশিং (Phishing) কি? ফিশিং সাইট থেকে বাঁচার উপায়গুলোর ব্যাপারে আপনাদের জানাব।
আপনি যদি উইন্ডোজ, কালি লিনাক্স অথবা যেকোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করে একজন ইথিক্যাল হ্যাকার এবং সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হতে চান তাহলে জয়েন করতে পারেন আমার বেস্টসেলিং ইথিকাল হ্যাকিং কোর্সে। কোর্সে ব্যবহারকৃত সব সফটওয়্যার এবং Cobra টিমের তৈরি নিজস্ব হ্যাকিং টুলস এই কোর্সের সাথে দিয়ে দেয়া হবে। এছাড়া প্রাইভেট ফেসবুক গ্রুপে সাপোর্টও পাবেন সবসময়। বিস্তারিত জানতে কোর্সের লিঙ্ক চেক করুন ➤ https://www.msbacademy.com/course/certified-ethical-hacking
70 episodios