আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ফ্রিল্যান্সারদের রিপ্লেস করতে পারবে?
Manage episode 437705362 series 3242291
সময়ের সাথে সাথে সব কিছুতে পরিবর্তন আসে। পুরাতনের সাথে নতুন করে যোগ হয় নতুন প্রযুক্তি। বর্তমান সময়ে টেকনোলোজি ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অনেকেই ধারনা করছে, ভবিষ্যৎ পৃথিবীতে প্রায় সকল সেক্টরে রাজত্ব করবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানুষের পরিবর্তে এই সুপার টেকনোলোজি মানুষের সকল কাজ কম সময়ে এবং দ্রুত করে দিতে সক্ষম হবে। অনেক মানুষ এতে কর্মহীন হয়ে যাওয়ার ধারনা করা হচ্ছে। এই ভাবনা থেকে বাদ যায়নি ফ্রিল্যান্সিং সেক্টরও। ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ফ্রিল্যান্সারদের রিপ্লেস করে দিবে এই বিষয়ে আজকের এই পডকাস্টে আলোচনা করা হয়েছে।
আপনি যদি Artificial Intelligence-এর অসীম ক্ষমতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করে খুব সহজে প্রতি মাসে ২০০০-৩০০০ ডলার ইনকাম করতে চান, অথবা AI-এর সাহায্যে কন্টেন্ট ক্রিয়েট, ডিজাইন সেল এবং আরো বিভিন্ন উপায়ে Passive Income করতে চান তাহলে জয়েন করুন এই কোর্সে ➤ https://www.msbacademy.com/course/artificial-intelligence-masterclass
70 episodios